নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় থানা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।