নাটোরের সিংড়ায় ২০১৯-২০২০ অর্থ বছরে মাঝগ্রাম ভিডিসি স্কীমের আওতায় মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে অংশীদারিত্ব মুলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর আয়োজনে মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর বিআরডিবি”র উপ-পরিচালক মোছাঃ শামীমা আক্তার বানু। এ সময় আরো উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহারা খাতুন, লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম রুবেল হোসেন,ইউডিও পিআরভিপি-৩ শাহাদৎ হোসেন প্রমুখ।