নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম ভোলার পক্ষে রাতের খাবারের আয়োজন করায় দুই জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার রাতে চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ১৫০/২০০ জনের ওই খাবারের আয়োজন করে নৌকা প্রার্থীর পক্ষে।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক অভিযান পরিচালনা দুই জনকে আটক করে । আটককৃতরা হলো, চৌগ্রাম নিকারী পাড়ার আব্দুল মোমিনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৫) ও মন্ডল পাড়ার ইয়াকুব আলী মন্ডলের ছেলে মোঃ সোহরাব হোসেন (৪৫) ।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত কোনো আসামি এখনো থানা হেফাজতে দেয়া হয়নি।