নিজস্ব প্রতিবেদক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “ সিংড়ার সহজ সরল মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা ৩৭ বছর চেষ্টা করেও নৌকা মার্কাকে বিজয়ী করতে পারিনি। এই ৩৭ বছরে যদি এক কিলোমিটার করে পাকা রাস্তা, এক কিলোমিটার করে বিদ্যুতের লাইন হতো, একটি করে ব্রিজ হতো তাহলে সিংড়ার কোন রাস্তা কাঁচা থাকার কথা ছিল না, কোন বাড়ি বিদ্যুত বিহীন থাকার কথা ছিল না, সিংড়ার যোগাযোগ ব্যবস্থায় ব্রিজ-কালভার্ট বাঁকি থাকার কথা ছিল না। নৌকা মার্কা বিজয়ী হওয়ার পরে যখন আমাকে আপনাদের দায়িত্ব দিলেন তারপর থেকে সিংড়ায় শতভাগ বাড়ি বিদ্যুতায়িত হয়েছে। রাস্তা পাকাকরণ ও ১০ টি ব্রিজ হয়েছে।” প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোরের সিংড়া উপজেলার কলম, চামারী, হাতিয়ান্দহ ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ৩ হাজার করে মোট ৫ লাখ ৪০ হাজার নগদ টাকা ও শুকনা খাবার বিতরণকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। এরআগে প্রতিমন্ত্রী উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।