নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে এক ফার্মেসিকে জরিমানা ও আরেক মেডিসিন সেন্টার থেকে মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সিংড়া বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুন) দুপুর ১টার দিকে সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত। ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শরিফ মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা, মাদ্রাসা মোড় এলাকার জাফর মেডিসিন সেন্টারের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মুচলেকা নিয়ে বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।