নাটোরের সিংড়ায় মডেল গ্রাম হিসেবে পরিচিত হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ১৩ তম নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন পরশ তৌফিক। বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। চেয়ারম্যান পদে পরশ তৌফিক ৩২৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম ১১ ও মির্জা মাজিদুল কাইয়ুম হান্নান পেয়েছেন ০৫ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে আলমগীর কবীর শাহ ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। পরিষদে মোট ২৩ টি পদ রয়েছে। নব-নির্বাচিত চেয়ারম্যান পরশ তৌফিক বলেন, সততা নিয়ে সমাজের কাজ করলে জনসাধারণ এভাবেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে, সমর্থন জানিয়েছে সবার কাছে কৃতজ্ঞ।