নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামে অটো ভ্যান চুরির দায়ে তিনজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,উপজেলার মহিষমারী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আতিকুর রহমান সরকার (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে খোকন (৩৫) ও আব্দুল হান্নানের ছেলে সুরুজ্জল।
সিংড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গত দু’মাসে চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে ৬/৭ টি অটো ভ্যান চুরির ঘটনা সংঘটিত হয়।
এসব চুরির ঘটনার পর থেকেই পুলিশ চোর চক্রকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায় মহিষমারী গ্রামে। গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। চুরি যাওয়া ব্যাটারী চ্যালিত এসব অটো ভ্যানের প্রতিটির মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।