নাটোরের সিংড়ায় ১৯ জন অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর সাড়ে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক এবং একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ ১৯ জন মানুষকে প্রধানমন্ত্রীয় পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হলো।