নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ দুই জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সহ পুলিশের একটি টিম। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিংড়ার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রাম ও সংঘর্ষস্থল পরিদর্শন করেন পুলিশ টিম।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই আফতাব আলী ও ফরিদুল ইসলামের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল তাদের দুই পক্ষের মধ্যে হামলা ও মারপিট হয়। এতে আফতার আলী ও রুহুল আমিন সহ উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষনা করেন এবং বাঁকীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রুহুল আমিন মারা যায়।
বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।