নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক এই জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক জানান, নির্বাচনী আচরণবিধিতে একজন চেয়ারম্যান প্রার্থী পুরো ইউনিয়ন মিলে তিনটি নির্বাচনী অফিস করতে পারবেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে তাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন রাখালগাছা এলাকায় একাধিক অফিস করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটা অফিস রেখে বাকি অফিসগুলো নিজে ভেঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।