নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এমিল আউটসোর্সিং অফিস থেকে একটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ চুরি হয়েছে। রবিবার রাতে উপশহর এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
ভূক্তভোগী এমিল হাসিবুল জানান, দীর্ঘদিন থেকে এলাকার কিছু যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর করার লক্ষ্যে ভাড়াকৃত অফিসে আউটসোর্সিং এর কাজ করে আসছি। রবিবার রাতে কাজ শেষে অফিস বন্ধ করে বের হই। সোমবার সকালে গিয়ে দেখি ল্যাপটপ ও ডেস্কটপ নাই।
এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।