নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পানির হাউজে পড়ে ইয়ামিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় উপজেলার বড় সাঐল গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। নিহত শিশু বড় সাঐল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বড় সাঐল গ্রামে বাড়ির পাশে শিশু ইয়ামিন খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে টিউবওয়েল এর পানি যাওয়ার গর্তে পড়ে নিখোঁজ হয়। প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর পানির গর্তে শিশুটিকে ভাসতে দেখেন তার মা নজুফা বেগম। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক জামাল-নজুফা দম্পতি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে।