নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গাছে বেঁধে মারধর ও টাকা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক না থাকায় কোট ইন্সপেক্টর তৈয়ব আলীর মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া উপজেলার বিলদহর বাঁধপাড়া মহল্লার কদম আলীর ছেলে শামিম হোসেন ওরফে কাছিম ও নতুনপাড়া মহল্লার সিদ্দিকের ছেলে করিম আলী। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূরে আলম মামলার দায়েরের পর দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চত করে জানান, রবিবার দুপুরে সাগর ও অন্তর নামের দুই স্কুল ছাত্র কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল সহ আরো কয়েকজন যুবক তাদের ধরে মারপিট করে। পরে তারা ওই দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটিয়ে জখম করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা জানায় এলাকার একটি ছাগল চুরি করেছে এই দুই ছেলে। তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। খবর পেয়ে সাগরের মা ও স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল সহ তাদের সহযোগীরা তাদেরকেও মারপিট করে। এ সময় গ্রামবাসী জড়ো হতে দেখে তারা পালিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোম মাধ্যমের মাধ্যমে জানতে পেরে পুলিশ বিষয়টি তদন্তে নামে।
এদিকে এই ঘটনায় ভুক্তভোগী সাগরের ভাই বিপ্লব হোসেন বাদী হয়ে রবিবার রাতে সিংড়া থানায় ৫জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্ত করে ছাগল চুরির কোন সত্যতা পাইনি। পরে ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করে। বাঁকী আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।