নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেনের স ালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এম এম আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন, সিংড়া জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দি¦তা করেন।