নাটোরের সিংড়া থেকে একটি ট্রাক ও ৯৩৪ বোতল ফেন্সিডিল তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিংড়া পৌর শহরের নিংগইন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জাকির হোসেন (৪৮), মানিক সরকার (৩৪) ও মুনজুর রহমান (৪৫)। আটককৃতদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সিংড়া উপজেলার নিংগইন এলাকায় আব্দুর রহিমের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকে তল্লাশি করলে তার মধ্যে থেকে ৯৩৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় বাংলাদেশে নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহৃত ফেন্সিডিলবহনের দায়ে তাদের তিনজনকে আটক করা হয়।র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, এএসপি মাইনুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।