নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক কলেজ শিক্ষক রেজাউল করিম বকুলের মৃত্যু হয়েছে। নিহত বকুল সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে । আজ রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ও স্থানীয়রা জানায়, শিক্ষক রেজাউল করিম বকুল তার গ্রামের বাড়ি রনবাঘা দাদমানিকা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে সিংড়ায় তার কর্মস্থলে ফিরছিলেন। পথে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে জোলারবাতা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত বগুড়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক রেজাউল করিম বকুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়। তবে ট্রাক চালক ও তার সহযোগিকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনাটি বগুড়া হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। সেখানকার পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা করছে।