নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌর শহরের নিংগইন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় তাঁকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মো. আবু হায়াত (৩৫), সে উপজেলার বন্দর গ্রামের সোহরাব আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আবু হায়াত পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।