নাটোরের সিংড়ায় দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে রবিবার বিকেলে সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকা থেকে মো. সাগর ওরফে আল-মামুন (৩০) নামের এক যুবককে আটক করা হয়। সে পৌর শহরের মাদারীপুর মহল্লার মৃত সাদেক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্প।