নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১ টায় সিংড়া কোর্টমাঠ চত্বর থেকে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিংড়া বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বৃষ্টিতে ভিজে ধর্ষণ বিরোধী নানা শ্লোগান দেয় শিক্ষার্থীরা ।এ সময় বক্তব্য রাখেন, সাদী মোহাম্মদ তামিম, আবু বক্কর, মোহাম্মদ নোমান, মোহাম্মদ মৃদুল, আল-আমিন, রাসিক সহ আরো অনেকে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।