নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিংড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২৪) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আফসার আলী ও সাধারণ পদে তারেকুজ্জামান লিটন নির্বাচিত হয়। এছাড়া সহ-সভাপতি পদে রাসেল আহমেদ ও কোষাধ্যক্ষ পদে তিতুমীর হোসেন নির্বাচিত হয়। সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মকলেছুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তিনি কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন।