নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম জানান, রাসেল আহমেদ মোটরসাইকেল যোগে সিংড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাঁশের ব্রিজ এলাকায় বগুড়া থেকে নাটোরগামী বসুন্ধরা বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যায়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই স্বজনরা রাসেলের মরদেহ নিয়ে চলে যায়। পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনও মামলা দায়ের হয়নি।