নাটোরের সিংড়ায় বিয়ের দু’দিন পর স্বামী মিজানুর রহমানের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি গ্রামের মোজাহার ইসলামের ছেলে। আজ রবিবার ভোরে নিহতের বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় নিহত মিজানুর রহমানের স্ত্রী মিনু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শুক্রবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিজানের। বিয়ের পর থেকেই মিজানের মন ভালো ছিলো না। শনিবার মিজান অনেক দুশ্চিন্তায় ছিল। তেমন করে কারো সাথে কথাও বলেনি। এরই এক পর্যায়ে শনিবার রাতে বাহির থেকে বাসায় ফিরে খাওয়া শেষে তার ঘরে ঘুমিয়ে পরে। গভীর রাতে কে বা কারা তাকে মোবাইল ফোনে কল করে বাড়ীর বাহিরে ডেকে নিয়ে যায়। এসময় মিজানের স্ত্রী মিনু বেগম ঘরেই ছিল। পরে রাতে আর মিজান ঘরে ফিরে আসেনি। এনিয়ে মিজানের স্ত্রী মিনু বেগম রাতে আর কাউকে কিছুই জানায়নি। রবিবার ভোরে মিজানের বাড়ীর পাশে একটি গাছের সাথে মিজানের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মিজানের স্ত্রী মিনুকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামুল আলম মরদেহ উদ্ধার ও নিহতের স্ত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার, প্রাথমিক ভাবে এই ঘটনার বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। তদন্ত চলছে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা হবে। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে কথা বলা যাবে। তদন্তের স্বার্থে মোবাইলে কে কা কারা ডেকেছিল তা বলা সম্ভব হচ্ছে না।