নাটোরের সিংড়ায় ৬টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার কাঁকিয়ান গ্রামের নুহু সরদারের বাড়িতে এ চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ীর সবাই ঘুমিয়ে যায়, রাতের কোনো একসময় গোয়াল ঘরের দরজার বালা কেঁটে ৬টি গরু নিয়ে যায় চোর। পরে ভোরে গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন বাড়ীর সদস্যরা। এদিকে কোথাও গরুর কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। গরুর আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন নুহু সরদার। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।