নাটোরের সিংড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন শতাধিক লেদ শ্রমিক ও নিন্ম আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিলেন সিংড়া ওয়েল্ডিং শিল্প ও বণিক সমিতি এবং সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক রানা তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা দেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ কল্যান ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, যুবলীগ নেতা হান্নান আহমেদ হাসান, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমিতির অর্থ সম্পাদক জামিল হোসেন,সাংবাদিক সেলিম হোসেন ও শ্রমিক নেতা আয়তানা প্রমূখ।
এসময় তিনি বলেন, দূর্যোগের এ মূহুর্তে রাসুলের (স.) নির্দেশনা মতে প্রতিবেশীদের হক্ব আদায়ে সবাইকে উদ্যোগী হতে হবে। করোনার এই মহামারিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার ও সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।