নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় সাপের কামড়ে অর্পণা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অর্পনা উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের প্রদীপের স্ত্রী ছিলেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয় অর্পণা। এ সময় সাপের শরীরের ওপর অর্পনার পা পড়লে সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন বের হয়ে আসে। এসময় অর্পনা জানায় তাকে সাপে কামড় দিয়েছে। ঘটনাটি জানতে পেরে অর্পনাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় শরীর থেকে সাপের বিষ নামানোর জন্য। কিন্তু সেখানে অর্পনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যা। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি সাপের কামড়ে গৃহবধুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বিষাক্ত সাপ কামড় দেওয়ার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু অর্পনার পরিবারের সদস্যরা তাকে কবিরাজের কাছে নিয়ে যায় সেখানে অনেক সময় নষ্ট হয়েছে। এমন ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।