নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৩টি গুদামে অবৈধভাবে ১২৭০ বস্তা ইউরিয়া ও পটাশ সার মজুদ রাখায় ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সারগুলো বিক্রির নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছাতার বাড়ীয়া বাজারের মেসার্স শাকিলা ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাহাদৎ হোসেনকে ৩০ হাজার টাকা, কালিগঞ্জ বাজারের মেসার্স কৃষি বিতান এর স্বত্বাধিকারী এমরান হোসেনকে ২০ হাজার টাকা ও একই বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স এর স্বত্বাধিকারী সোহেল রানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন,লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এই ব্যবসায়ীদের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে তাদেের অভিযান অব্যাহত থাকবে।