ডেস্ক নিউজ
নাটোরের সিংড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরে ২৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব আব্দুল মতিন। রবিবার সকাল ১১টার দিকে পৌরসভার কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন, তরিকুল ইসলাম তপন, মেহেদি হাসান মিলন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন বাবু, সোহাগ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।