স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ থেকে ৪৯৩ বোতল ফেন্সিডিল সহ মানিক মিয়া (৩৫) ও রফিকুল ইসলাম (৫৮) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অপারেশান দল। এসময় ফেন্সিডিল বহনের কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার মান্নান নগর এলাকা থেকে ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া শরিয়তপুর জেলার সখিপুর গ্রামের মোহম্মদ আলীর ছেলে ও রফিকুল ইসলাম নাটোর সদর উপজেলার পীরগঞ্জ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল আহসান জানান , গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তারাশ থানার মান্নান নগর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানকালে ওই এলাকার একটি ট্রাকে তল্লাশী করে ট্রাকের ভিতর থেকে ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।