সিলেটে গৃহবধু ও খাগড়াছড়িতে আদিবাসী নারীকে ধর্ষনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল। আজ বুধবার রাতে উপজেলার রাজাপুর বাজারে এই কর্মসুচি পালন করা হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম খান ও ছাত্রদল নেতা তানভীরের নেতৃত্বে দলীয় নেতা কর্মিরা মশাল জ্বালিয়ে নাটোর পাবনা মহাসড়কে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।
এসময় তারা শ্লোগান দিয়ে বলেন, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষন করে ছাত্রলীগ নেতারা। এছাড়াও খাগড়াছড়িতে মানুষিক ভারসাম্যহীন এক আদিবাসী নারীকেও ধর্ষন করে সরকার দলীয় নেতা কর্মিরা। কোথাও আজ নারীরা নিরাপদ নাই। নিরাপদে নারীদের চলাচলের পথ করে দেওয়া সহ এসব নোংড়া ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তাদের।