প্রেস বিজ্ঞপ্তি
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: জনৈক মোঃ আব্দুর রা৩⁄৪াক, পিতা-মৃত হাসেন আলী, সাং-সাইলকোনা,
থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর গত ০৯-০৫-২০২১ খিধঃ সময় আনুমানিক ১২.৫০ ঘটিকায় নাটোর থানাধীন
কানাইখালী ̄’ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নাটোর শাখা হতে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা
উত্তোলন করে ০১ টি ব্যাগের ভিতরে তার মটরসাইকেলের পিছনে রেখে নিজ বাড়িতে যাওয়ার সময় উ৩ ব্যাংকের নিচ
হতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মটরসাইকেলের পিছনে রাখা টাকাসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে
আব্দুর রা৩⁄৪াক গত ০৯-০৫-২০২১ খিধঃ নাটোর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিতভাবে
এজাহার দাখিল করলে সূত্রো৩ মামলা রুজুহয়।
অভিযান: উক্ত ঘটনাটি সংগঠিত হওয়ার পর সংবাদ প্রাপ্তির সাথে সাথে জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ
সুপার নাটোর এর সার্বিক দিক নির্দেশনা ও তত্বাবধানে অতিরি৩ পুলিশ সুপার, নাটোর সার্কেল, নাটোর, অফিসার
ইনচার্জ, নাটোর থানা, নাটোর এবং নাটোর থানার ০১ টি চৌকস টিম ঘটনা ̄’ল ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ
সংগ্রহ করে বিশ্লেষণ করে। উ৩ টিম বিরতিহীনভাবে কাজ করে সিসিটিভির ফুটেজ হতে ০১ টি ফোন কলের সূত্র ধরে
ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রাজিব (২৯), পিতা-আব্দুল রা৩⁄৪াক, সাং-দিঘাপতিয়া ঘোষপাড়া, থানা ও
জেলা-নাটোরকে অদ ̈ ১৫-০৫-২০২১ খিধঃ সময় রাত্রি ০১.৪৫ ঘটিকায় তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে চুরি হওয়া নগদ ৬,৪০,০০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার) টাকা, চুরি করার
কাজে ব ̈বহৃত একটি কালো হাত ব্যাগ এবং চুরি করার দিন আসামীর পরনে থাকা জিন্স ও টি-শার্টউদ্ধার করা হয়। এ
ঘটনার সাথে জড়িত অন্যদেরচোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহতি রয়েছে। পুলিশ সুপার, নাটোর এর সার্বিক দিক
নির্দেশনায় দ্রুত সময়ের মধে ̈ অজ্ঞাত চোরদের সনা৩ করে চুরি হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা :
১। মোঃ রাজিব (২৯), পিতা-আব্দুল রা৩⁄৪াক, সাং-দিঘাপতিয়া ঘোষপাড়া, থানা ও জেলা-নাটোর
উদ্ধারকৃত মালামালের বর্ণনা
১। চুরি হওয়া নগদ ৬,৪০,০০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার) টাকা
২। চুরি করার কাজে ব ̈বহৃত একটি কালো হাত ব্যাগ
৩। চুরি করার দিন আসামীর পরনে থাকা জিন্স ও টি-শার্ট