নাটোর প্রতিনিধি:
সুনামগঞ্জে সংখ্যালঘু (হিন্দু) পল্লীতে হামলা ভাংচুর ও হিন্দু মন্দিরে হামলার ,লুটপাতের প্রতিবাদ নাটোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
এ সময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুবাস চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক দেবাশীষ কুমার সরকার, জেলা যুব মহাজোটের সভাপতি চন্দন কুমার নাগ। কর্মসুচি চলাকালে বক্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে প্রকাশ্যে হিন্দুদের ৮৮ বাড়ী ঘরে হামলা ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শুধু বাড়ী ঘরেই নয় হিন্দুদের ৫টি মন্দিরেও হামলা , ভাংচুর ও লুটপাত করা হয়। এসকল ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করা হোক। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসুচি গ্রহন করবে জাতীয় হিন্দু মহাজোট।