বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজার নামাজ সোমবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপাতি এ এম আমিন উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে আটটায় মিন্টু রোডের বাসায় নেয়া হবে তার মরদেহ এবং সকাল ১১টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হবে। এজন্য আজ হাইকোর্ট ও আপিল বিভাগের কোনো বেঞ্চ বসবে না। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন করা হবে।
গত ৩ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ১৮ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই কোমায় ছিলেন তিনি। যদিও ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় নেগেটিভ আসে।
অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনেরা।
২০০৯ সালের ১৩ জানুয়ারি, দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মাহবুবে আলম।