ডেস্ক নিউজ
করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেন্টমার্টিনে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কমান্ডার বিএন ফ্লিটের অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা ৪০০ পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা দান করে।
ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুঁড়া দুধ প্রদান করা হয়েছে। আইএসপিআর।