সৌদিয়া এয়ারলাইন্সের সামনে টিকিটের জন্য আজ ফের বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এক পর্যায়ে গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করেন তারা।
বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন প্রবাসীরা। এ সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন কয়েকজন।
এর আগে, আজ রবিবার সকাল থেকে টিকিটের অপেক্ষায় সৌদিয়া এয়ারলাইন্স কাউন্টারের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন প্রবাসীরা। প্রবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিকিটের জন্য অপেক্ষা টোকেন পাচ্ছেন না তারা।
এদিকে, ভিসা মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। ফলে চাকরি হারানোর আশঙ্কায় আছেন অনেকেই।