সৌদি আরবে শপথ নিয়ে ইয়েমেনে ফিরেই হামলার শিকার হয়েছে কথিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। সম্প্রতি পলাতক প্রেসিডেন্ট হিসেবে খ্যাত মানসুর হাদি নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।
আজ মন্ত্রিসভার সদস্যরা এডেন বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়েছে। মর্টার শেলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের কোনও মন্ত্রী হতাহত হননি। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।
বিস্ফোরণের আগে এয়ারপোর্টে ড্রোন ওড়ার শব্দ শোনা যায় বলে একটি সূত্র জানিয়েছে।
বিস্ফোরণ ও গোলাগুলির পর কথিত প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং বিভিন্ন সৌদি সংবাদমাধ্যম।
কথিত মন্ত্রীসভার সদস্য মুয়াম্মার আর রিয়ানি আজকের হামলার জন্য জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহকে দায়ী করেছেন। কিন্তু আনসারুল্লাহর প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, আজকের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার সঙ্গে আনসারুল্লাহর কোনো সম্পর্ক নেই। এর আগেও আনসারুল্লাহর বিরুদ্ধে এ ধরণের ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।