নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী স্বামী আজমল হোসেনকে বগুড়া থেকে গ্রেফতার করেছ র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজমল হোসেন সিংড়ার বাইগুনি গ্রামের মাওলা শেখের ছেলে। পরে এক প্রেস বিফ্রিং এ এসব তথ্য জানান র্যাব।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্কের পর গত ৩ এপ্রিল বাইগুনি গ্রামের নুপুর খাতুনের সাথে বিয়ে হয় একই এলাকার আজমল হোসেনের। বিয়ের ৪ দিনের মাথায় স্থানীয় এক ব্যক্তি নুপুরের মৃত্যুর সংবাদ দেয় নুপুরের বাবাকে। সেই সংবাদ পেয়ে নুপুরের বাবা নুপুরের শ্বশুড়বাড়ীতে গিয়ে নুপুরের ঘরের বিছানায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় নুপুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ ছিল। পরে মেয়ের মৃত্যুর কারন জানতে চাইলে ভুতের আছরে মেয়ে নিজেই ঘরের আসবাবপত্রের সাথ ধাক্কাধাক্কি করে আঘাত পেয়ে মারা গেছে বলেই নুপুরের স্বামী পালিয়ে যায়। এ ঘটনায় নিহত নুপুরের বাবা বাদী হয়ে মেয়ের জামাই আজমল হোসেনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব এর কাছে আবেদন করেন। এরই প্রেক্ষিতি র্যাব গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে আজমল হোসেনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আজমল হোসেনকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।