স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাটোর জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এক নারী সহ ১৭ জনকে মুক্তি দিয়েছে কতৃপক্ষ। আজ শনিবার দুপুরে কারাগার চত্বরে বন্দীদের মুক্ত করে তাদের হাতে ফুল ও ইফতার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর জেলা কারাগারের সুপার আব্দুল বারেক সহ কারা কতৃপক্ষ। কারাগারের সুপার আব্দুল বারেক জানান, করোনা পরিস্থিতিতে কারাগারে বন্দীদের সুস্থ্য জীবন নিশ্চিত করতে সারদেশের কারাগার থেকে অনধিক এক বছরের সাজাপ্রাপ্ত মোট দুই হাজার ৮৮৪ জন কয়েদীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তির সিদ্ধান্ত গ্রহন করে স্বরাস্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে নাটোর জেলা কারাগারে রয়েছে মোট ৩০ জন। সিদ্ধান্ত গ্রহনের পর বিভিন্ন সময় কয়েদিদের মুক্তির কাগজ পৌছানোর পর ১১ জনকে মুক্তি দেয়া হয়েছে।
অবশিষ্ট ১৯ জনের মধ্যে দুইজনের সাজার মেয়াদ চলতি মাসেই শেষে তারা মুক্তি পেয়েছে। এখন বাকী একজন নারীসহ ১৭ জনকে আজ মুক্তি দেওয়া হল। মুক্তি পাওয়া কয়েদীর বেশীরভাগই মাদক মামলায় সাজাপ্রাপ্ত। অনাড়ম্বর এই আয়োজনে কারাগার থেকে বন্দীদশা থেকে মুক্ত ব্যক্তিরা সাধারণ ক্ষমার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং মুক্ত জীবনে আর কখনো অপরাধ জড়িত না হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আবারো অপরাধে জড়িয়ে পড়লে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। আর সংশোধন হলে প্রশাসন ও পুলিশ সহযোগিতা করবে।