নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগীতা ,ফ্রি মেডিকেল ক্যাম্প,ব্লাড গ্রুপিং , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে চলে প্রতিযোগীতা। দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কূমকর্তা সোহেল রানা,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একেএম লুৎফুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল ইসলাম,প্রধান শিক্ষক মাহফুজুল হক, দিনব্যাপী চলা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও অনেক আনন্দ নিয়ে উপভোগ করেন অনুষ্ঠানটি। এ সময় অভিভাবকরা বলেন, তাদের সন্তানদের অনেকেই সমাজের বোঝা মনে করে। কিন্তু তারা আসলে বোঝা না। তাদের সঠিকভাবে লালন পালন করলে তারাও একদিন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।