ডেস্ক নিউজ
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিষয়ে ভুল অবস্থান নিয়েছিলো যুক্তরাষ্ট্র।
রবিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন দেশটির সিনেটর প্রয়াত এডওয়ার্ড এম কেনেডির ছেলে এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র। শনিবার আটদিনব্যাপী বাংলাদেশ সফরে এসে অকপটে এ কথা স্বীকার করেছেন।
রবিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে মুক্তিযুদ্ধের মৌখিক ইতিহাস সংগ্রহ ও এর প্রদর্শনী ‘ভয়েসেস অব বাংলাদেশ: দ্য জার্নি টু ফিফটি’র উদ্বোধন করেন এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র। ছবি: সংগৃহীত
১৯৭১ সালে মুক্তিকামী বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়রের বাবা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্রে মতামত তৈরিতেও কাজ করেছিলেন তিনি।
পরিবারের সদস্যদের নিয়ে আটদিনের সফর করছেন তিনি।