ডেস্ক নিউজ
করেনা প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কর্মসূচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৭ থেকে ১২ আগস্ট ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচী পরিচালিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়, বর্তমান মহামারী কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ওই কর্মসূচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়।