ডেস্ক নিউজ
গুলিস্তান, হাইকোর্ট, শাহবাগ, চানখারপুল ও আজিমপুর এলাকায় মঙ্গলবার সকালে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ। সড়ক পরিবহন আইনে বিভিন্ন অপরাধ ও জরিমানা সম্পর্কে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালবাগ ট্রাফিক জোনের সহকারী কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, জনসাধারণ, গাড়ির চালক ও কন্ডাক্টরদের সচেতন করতে এ প্রচারণা চালানো হয়। এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালনার আগে অন্যান্য কাগজপত্র সঠিক আছে কি না তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয় মেনে চলার আহ্বান জানানো হয়।