নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কলম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন হাত জোড় করে বিনয়ের সাথে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
মঙ্গলবার রাত ৮টায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মহেশচন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে হাত জোড় করে নৌকা প্রতীকে ভোট চান নাছির উদ্দিন।
এসময় নৌকার মাঝি নাছির উদ্দিন বলেন, নৌকা উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। সবার একটি করে ভোটই পারে নৌকাকে বিজয়ী করতে। আমি নির্বাচিত হলে কলম ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষার উন্নয়ন করবো। মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, সহ-সভাপতি ওসমান গণি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, এমদাদুল হক কালু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রকিব, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হক কাজল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফর মোল্লা, রুপচাঁদ, আঃ খালেক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শায়োখ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টাইগার মাহমুদ, শ্রমিক নেতা মকুল হোসেন প্রমুখ।