নাটোররে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে শ্রমিক সংকট মোকাবেলায় দ্রুত সময়ে বোরো ধান কেটে ঘরে তুলতে সরকারীভাবে ভর্তুকি দেওয়া ৪ টি কম্বাইন হারভেষ্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ধান কাটা মাড়াই কম্বাইন হারভেস্টার মেশিন ৪টির চাবী চারজন কৃষকদের হাতে তুলে দেন নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুশফিকুর রহমান মুকু,সাধারন সম্পাদক আব্দুস শুকুর,পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, হারভেষ্টার প্রতিটি মেশিনে মূল্য ২৯ লাখ টাকা হলেও সরকারী ভাবে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে এ ৪ টি কম্বাইন হারভেস্টার মেশিন চারজন কৃষকদের মাঝে দেওয়া হল। এ মেশিন দিয়ে শ্রমিক সংকট মোকাবেলায় দ্রুত সময়ে কম খরচে বোরো ধান কাটা মাড়াই করে ঘরে তুলতে পারবে কৃষক। এ ৪ টি ছাড়াও কম্বাইন হারভেষ্টার এ মৌসুমে আরোও ৩টি এবং আগের কয়েক বছরে উপজেলায় আরোও ৫টি মেশিনসহ মোট ১২টি কম্বাইন হারভেষ্টার মেশিন দেওয়া হল।