শেরপুরে নিজ সন্তানকে বিক্রি করে দেয়ার প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। এ ঘটনায় বাবা সুলতানকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাপমারী গ্রামের সুলতানের তৃতীয় স্ত্রী সুমি। সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। হাসপাতালের বিল পরিশোধ করতে নবজাতকটিকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় বাবা সুলতান।
বুধবার ব্যবসায়ী শফিকের বাড়িতে সন্তানের খোঁজ করতে যান সুমি। কিন্তু নবজাতকটি বাসায় নেই বলে তাকে তাড়িয়ে দেয়া হয়।
পরে স্থানীয় কানাশাখোলা বাজার এসে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পুলিশ বিষয়টি জানতে পরে সুমিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।