নাটোর প্রতিনিধি:
হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের কোন ধরনের প্রভাব পড়েনি নাটোরে। আজ রবিবার সকালে নাটোর থেকে দূর পাল্লার ঢাকা কোচ সহ বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। এছাড়াও মালবাহি ট্রাকসহ অন্যান্য যান্ত্রিক যানবাহনও চলাচল করতে দেখো গেছে অন্যান্য দিনের মত। এদিকে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মোতায়েন রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্য।
বাস কাউন্টার মাষ্টাররা জানান, বাসসহ যান্ত্রিক যান চলাচল করলেও হরতাল আতঙ্কে যাত্রী সংখ্যা কিছুটা কম। শহরের দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে। হরতালের ডাক দিলেও হরতালের সমর্থনে কোথাও কোন নেতা কর্মিদের দেখা যায়নি। যে কোন রকম বিশৃংখলা এড়াতে পুলিশের গাড়ি টহল দিতে দেখা গেছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, হেফাজত হরতাল ডেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। যেকোন ধরনের সমস্যা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।