নাটোর প্রতিনিধি:
হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করে প্রবাসী স্বামী এনামুল হককে নিয়ে ঘুরে বেড়ানোর দায়ে স্ত্রীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলার কলম গ্রামের প্রবাসী এনামুল হকের স্ত্রী নাছিমা খাতুনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু। এ সময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-অালম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-অালম সিদ্দিকী জানান, উপজেলার কলম ইউনিয়নের সুর্যপুর গ্রামের অফির উদ্দিন প্রামানিকের ছেলে এনামুল হক গত ৭ দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন। এরপর উপজেলা প্রশাসন তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন এনামুল হক। পরে বিষয়টি স্থানীয়রা উপজোলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এনামুল হকের স্ত্রী নাছিমা খাতুনের ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার পাশাপাশি এনামুলকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও তাকে আরো সতর্ক থাকার নির্দেশনা দেন বিচারক। এরপর আইন অমান্য করলে তাকে কঠোর সাজা দেওয়া হবে বলে জানান।