নিউজ ডেস্ক :
দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। অল ইংলিশ ফাইনাল বসছে স্পেনের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে। প্রস্তুত ফাইনালের মাঠ। বিগ ম্যাচ দেখতে এরইমধ্যে দর্শকে টইটুম্বুর মাদ্রিদ শহর। আয়োজন সফল হতে কাজ করবে প্রায় পাঁচ হাজার নিরাপত্তাকর্মী। ইউরোপ সেরার লড়াইয়ের আগে ওয়ান্ডা মেট্রোপলিটানোর প্রস্তুতির খবর থাকছে আমাদের এবারের প্রতিবেদনে।
নাটকীয়তায় মোড়া এবারের চ্যাম্পিয়ন্স লিগ। জায়ান্ট সব দলকে হটিয়ে নাটকের শেষ পর্বে মুখোমুখি ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহাম হটস্পার। দুয়ারে দাড়িয়ে কুর্নিশ দেয়ার অপেক্ষায় মাদ্রিদ বাসী। অল ইংলিশ ফাইনালের রংয়ে রাঙ্গাতে প্রস্তুত ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম।
মাদ্রিদের হোটেল গুলোতে তিল ধারণের ঠাঁই নাই। চাহিদা থাকায় কয়েক গুন বেশি ভাড়ায় থাকছেন সমর্থকরা। ৬৮ হাজার টিকেটের সব কটি বিক্রি হয়ে গেছে চড়া দামে। অপেক্ষা এখন শুধু ফুটবল যুদ্ধ উপভোগের। ভেন্যু ধোঁয়া-মোছা শেষ, প্রস্তুত ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম। ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে খুলে দেয়া হবে মাঠ।
ফার্নান্দো আরিজা বলেন, কয়েক মাস আগেই কোপা লিবার্তাদোরেসের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এখানে। এত উত্তেজনাপূর্ণ ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করতে পেরেছ আমরা। আর এটাতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। গুরুত্বের কারণেই আমরা দুই বছর ধরে এর সুন্দর আয়োজনের পরিকল্পনা করেছি। আশা করি বছরের সেরা আয়োজন দেখবে বিশ্ব।
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দল লিভারপুল ও টটেনহাম। বিপুল সংখ্যক ভক্ত-সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সামলাতে সজাগ রেকর্ড সংখ্যক মাদ্রিদ পুলিশ ও নিরাপত্তাকর্মী। প্রায় ৫ হাজার নিরাপত্তাকর্মীর দৃষ্টি ফাইনালকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির মুখে না পরা। স্টেডিয়াম এলাকায় যানবাহন চলাচলেও রয়েছে সীমাবদ্ধতা
পার্দো পিকেরাস বলেন, বিশ্বে এবারই প্রথম আমরা এয়ার ড্রোন ব্যাবহার করছি। এটাই প্রমাণ করে নিরাপত্তা বিষয়টিতে আমরা কতটা সচেতন। অস্থিথিশীল পরিস্থিতি রুখে শান্তিপূর্ণ ফাইনাল আয়োজনে প্রস্তুত পুরো দল।