নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠন সহ ৭ দফা দাবীতে নাটোরে সকাল সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি শুরু করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি
চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুব্রত সরকার,সহ সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়। এ সময় জেলার সাতটি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত রয়েছেন।
গণঅনশন চলাকালে বক্তারা বলেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেনি। আগামী সংসদ নির্বাচনের আগেই জাতীয় সংখ্যালঘু কমিশন
গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান তারা।