করোনা সংক্রমন ও মৃত্যু হার রোধে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে নাটোরে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে সেনা,বিজিবি,র্যাব ও পুলিশ সদস্যদের টহল। শুধু জেলা শহরেই নয় প্রতিটি উপজেলা পর্যায়েও তাদের টহল দিতে দেখা গেছে। জেলার প্রতিটি প্রবেশ মুখ চেকপোষ্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশী করা হচ্ছে। এগুলো তদারকি করতে মাঠে রয়েছে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এদিকে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাসহ উপসর্গে আরো ২ জন মারা গেছে। এই সময়ে নতুন করে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরো ৭৮ জন পজেটিভ শনাক্ত হয়েছে। সংক্রমনের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৬ জন। নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করেনা ইউনিটে ৯১ জন রোগী ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন, সাধারন মানুষ যদি এখনো সচেতন না হয় তাহলে আরো কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। শুধু মাত্র প্রশাসন দিয়ে করোনা সংক্রমন রোধ করা সম্ভব নয়। এ কাজে সকলের সহযোগীতা করতে হবে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, শুরু থেকেই নাটোরবাসীকে করোনার থাবা থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে নাটোর পুলিশ টিম। ঝড় ,বৃষ্টি বা রোদ কোন কিছুই পুলিশ সদস্যদের দমিয়ে রাখতে পারেনি। আইন শৃংখলা বাহিনীর প্রতিটিা সদস্য নাটোরবাসীকে বাঁতাতে নিবেদিত প্রাণ। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকুন পুলিশ রাস্তায় রয়েছে। যেকোন প্রয়োজনে পুলিশকে ফোন করুন। একটি ফোন কলেই পুলিশ আপনার কাঙ্খিত সেবা দিবে পৌছে যাবে আপনার দরজায়। খুব জরুরী প্রয়োজনে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, তিনি নাটোরে নতুন যোগদান করেছেন। এখনো বুঝে উঠতে পারেনি এখানকার পরিবশে। তবে তিনি মনে করেন নাটোরবাসী ধৈর্য্যশীল। নাটোরবাসীর জন্য জেলা প্রশাসন সব সময় প্রস্তুত। যদি কোন দুস্থ্য মানুষের খাদ্য প্রয়োজন হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করলেই পৌছে দেওয়া হবে খাবার। শুধু খাবার নয় যেকোন প্রয়োজনেই তিনি পশে থাকার চেষ্টা করবেন। সেই সাথে যাহারা সরকারী নির্দেশনা মানবে না তাদের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। প্রতিটি উপজেলাতেই স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। করোনা রোধে সরকার ঘোষিত এই সর্বত্মক লকডাউন সফল করার অনুরোধ করেন নাটোরবাসীর কাছে।