নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,৭ নভেম্বর যদি জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত না হত তাহলে সেদিন বাংলাদেশের স্বাধীনতা থাকতো না। বাংলাদেশ তখন পরাধীন হয়ে যেত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভোমত্ব নষ্ট হয়ে যেত এবং বাংলাদেশ ভারতে অঙ্গ রাজ্য হয়ে যেত ১৯৭৫ সালের ৭ নভেম্বর। এজন্য ৭ নভেম্বর সংহতি জাতীয় বিপ্লব দিবস প্রতিবছর পালন করা হত। তিনি বর্তমান সরকারের কাছে দাবী জানান ৭ নভেম্বর ছুটি ঘোষণা চালু করে সরকারী প্রজ্ঞাপন জারী করা হোক।
তিনি আজ শুক্রবার বিকেলে নলডাঙ্গার উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ নেতা কর্মিরা।